শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন হাউরে স্থানীয় জেলেরা বিভিন্ন পন্থায় দেশীয় বিভিন্ন জাতের ডিম ওয়ালা মা মাছসহ পোনা মাছ ধরে বাজারে বিক্রি করে আসছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ছালিয়ে প্রায় ৬০ কেজি পোনা মাছ স্থানীয় জলাশয়ে উন্মুক্ত করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, উপজেলা বিভিন্ন হাঠ বাজারে অভিযান ছালিয়ে মালিক বিহীন অবস্থায় প্রায় ৬০ কেজি দেশীয় জাতি পোনা মাছ উন্মুক্ত করেন। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।