শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একই পরিবারে ৪জন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার সহ ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে ২জন পুনরায় পজিটিভ আসছে। এ নিয়ে চুনারুঘাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, বুধবার রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
সূত্রে জানায যায়, নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, একই পরিবারে ৪জন, তন্মধ্যে ২জন পুনরায় সহ বাকিরা চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা।
উপজেলায় এ পর্যন্ত ১২৪২ জনের কোভিড-১৯ (করোনা ভাইরাস) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১১২ জনের নমুনা পজিটিভ এসেছে।