বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের এই সংকটকালে অসাধু ব্যবসায়ীরা করোনাভাইরাসকে পুঁজি করে নকল ও নিম্নমানের স্বাস্থ্য সামগ্রী বিক্রি করে সাধাণ মানুষের সাথে প্রতারণায় মেতেছে। আর এসব সামগ্রী বিক্রি করে কামিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এসব নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মানুষ শুধু প্রতারিত হচ্ছেন না.বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এসব রুখতেই শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। নকল এবং বেশী দামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান নকল হ্যান্ড সেনিটারাইজার, মাস্ক এবং পিপিই উদ্ধার করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের সাইফুর রহমান মার্কেটে এক ব্যবসায়ীকে নকল হ্যান্ড সেনিটারাইজার-মাস্ক এবং পিপিই রাখা ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করায় জয়ন্তী এন্টারপ্রাইজ নামে আরো এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুটি প্রতিষ্টান থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় স্বাস্থ্য সুরক্ষার বিপুল পরিমান নকল পন্য জব্দ করা হয়। পরে এসব নকল পন্য প্রকাশ্যে আগুনে পুড়িয় দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন জানান, করোনার এই মহামারি ও সংকটকালে নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিক্রি ও সংরক্ষণ করা কোন ভাবেই মেনে নেয়া হবে না। এ বিষয়ে প্রশাসন মাঠ পর্যায়ে কঠোর নজরদারী করছে। তিনি বলেন, নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিক্রি ও সংরক্ষণকারীদের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।