মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলকে বাঁচাতে সুমনের আহ্বান

কাজী মাহমুদুল হক সুজন: হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুলকে বাঁচাতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফেসবুক লাইভে আহব্বান জানিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আলোচিত ব্যারিস্টার চুনারুঘাটের সবচেয়ে পুরাতন বিদ্যালয়টিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে গত বছরের ফল বিপর্যয়, দলাদলি ও বিদ্যালয়ের সংস্কারের অভাব নিয়ে কথা বলেন।

তিনি বলেন আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের এই বিদ্যালয়টি তার ঐতিহ্য হারাবে। ধংস্ব হবে আমাদের ভবিষ্যত প্রজম্ম।
তাছাড়া তিনি চুনারুঘাটের একমাত্র ফুটবল মাঠ নিয়েও কথা বলেন।

তিনি ফুটবল মাঠের উন্নায়নের জন্য চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও চুনারুঘাট পৌরমেয়র নাজিম উদ্দিন শামছুকে তিনি ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com