সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আগামী সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার এক অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এলিফ্যান্ট রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। শুধু তাই নয় এই সরকার দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও তৃণমূল পর্যায়ের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এই হয়রানির প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরীসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করে তুলতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।