বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

কমলগঞ্জে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা ও দলাইতে ব্রিজের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় এক হাজার পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা।

সোমবার (৩১আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগ কতৃক আয়োজিত করোনাভাইরাস পরিস্থিতি খাদ্য সহায়তা অনুষ্টানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সুধীজন।

অপরদিকে বিকেলে দলাই নদীর উপর ব্রিজ নির্মানের উদ্বোধন করেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, দলাই নদীর উপর পুরাতন স্টিল ব্রিজটি ভেঙ্গে পড়ায় ভোগান্তি পোহাতে হয় এ পথে চলাচলকারি যানবাহনের তাই নতুন করে ব্রিজ নির্মানের উদ্যোগ নেওয়া হয় । সেই ব্রিজের স্থানে নতুন গার্ডার ব্রিজ নির্মান হচ্ছে। ব্রিজটির নির্মানে ব্যয় হবে সাড়ে ৬ কোটি টাকা। নির্মান কাজের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন,কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ,এসময় কমলগঞ্জ উপজেলা আওয়মীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com