চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন, বাংলার দুঃখী মানুষের ভরসা, বঙ্গবন্ধু তনয়া ও বিশ্ববরেণ্য সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে চুনারুঘাট উপজেলা”বঙ্গবন্ধু পরিষদ” এর উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট পৌরসভাস্থ পশ্চিম পাকুড়িয়ায় এ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা “বঙ্গবন্ধু পরিষদ” এর সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান তাহেরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী মুক্তাদির কৃষাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ইমাম আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আছকির ভাণ্ডারী, আঃ মন্নান মেম্বার, আমির হোসেন চৌধুরী, সৈয়দ মামুন মিয়া, ফুল মিয়া তালুকদার, হুমায়ুন কবির চৌধুরী, সুরুজ আলী, তোরাব আলী, সাবেক পৌর যুবলীগ নেতা মামুন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামির মিয়া, ডাঃ সাইফুর রহমান, শফিক মিয়া, সোহাগ চৌধুরী, মোতালিব মিয়া, সাজন মিয়া, আবুল খায়ের, সংবাদকর্মী শংকর শীল প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন।