সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নওগাঁয় সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : ‘শিক্ষক হয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ ২০১৪ সালে স্থগিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনের রাস্তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল বাস্তবায়ন কমিটি নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়েছে।

প্যানেলের আহ্বায়ক মেহেদি হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মান্নান, প্যানেল প্রত্যাশী ওমর ফারুক, লিটন, সুমি খাতুন, ববিতা, অভিভাবক জিল্লুর রহমান ও হিমাংশু রায় সহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তরা ২০১৪ সালের স্থগিত ও (২০১৮) সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবী জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। মানববন্ধনে প্রায় শতাধিক প্যানেল প্রবর্তন প্রত্যাশীরা অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com