সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল সানশাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার

বাহুবলে মোবাইল ফোনে পরীক্ষার্থীদের সহযোগিতার দায়ে শিক্ষকের ২ বছর কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় একই কেন্দ্রের আরো ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টাকা ৪৫ মিনিটে বাহুবল কলেজে স্থাপিত দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদরাসার শিক্ষক রকেট উদ্দিন সরকার মোবাইল ফোনের মাধ্যমে নিজ মাদরাসার কিছু পরীক্ষার্থীকে গণিত বিষয়ে অবৈধ সহযোগিতা করে আসছিলেন।

এ সময় বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে ২টি মোবাইল ফোনসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা শিক্ষককে হাতে-নাতে আটক করেন। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দায়ে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক একটি স্মার্ট ফোন দিয়ে পরীক্ষার্থীদের অংক দেখিয়ে দিচ্ছিলেন। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৭ শিক্ষার্থীর কাছ থেকে আরো ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ কারণে তাদের উল্লেখিত শাস্তি প্রদান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com