বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বাহুবলে মোবাইল ফোনে পরীক্ষার্থীদের সহযোগিতার দায়ে শিক্ষকের ২ বছর কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় একই কেন্দ্রের আরো ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টাকা ৪৫ মিনিটে বাহুবল কলেজে স্থাপিত দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদরাসার শিক্ষক রকেট উদ্দিন সরকার মোবাইল ফোনের মাধ্যমে নিজ মাদরাসার কিছু পরীক্ষার্থীকে গণিত বিষয়ে অবৈধ সহযোগিতা করে আসছিলেন।

এ সময় বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে ২টি মোবাইল ফোনসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা শিক্ষককে হাতে-নাতে আটক করেন। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দায়ে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক একটি স্মার্ট ফোন দিয়ে পরীক্ষার্থীদের অংক দেখিয়ে দিচ্ছিলেন। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৭ শিক্ষার্থীর কাছ থেকে আরো ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ কারণে তাদের উল্লেখিত শাস্তি প্রদান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com