বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জাতীয় গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা

শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্টানে শহীদদের স্মরনে ও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৫মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

পরে দিবসটি উপলক্ষে উপজেলার দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে শিক্ষার্থীদের এই দিনের ঘটনার বর্ণনা করে বলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রান্স চেয়ারম্যান জি এম শিবলী , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com