শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
বাংলাদেশের পথে হাটলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আগেই ভিন্ন ফরমেটে ভিন্ন অধিনায়ক নীতি অনুসরণ করেছে। এবার তাদের পথে আফগানিস্তানও এই নীতিতে তিন ফরমেটে তিনজন অধিনায়ক নির্বাচন করেছে আফগানিস্তান। এতে বিশ্বকাপের আগে দলের নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করলো দলটি বোর্ড।
ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গুলবাদিন নবী। যিনি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন। এছাড়াও টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রহমত শাহ। আর টি-টোয়েন্টি ফরমেটের নেতৃত্ব দিবেন রশিদ খান।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। পরে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিবে রশিদ খানরা।
আগামী ১লা জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান।