শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : ইনজুরির শিকার ইমরুল কায়েসকে বাদ দিয়েই ৩০ নভেম্বর থেকে মিরপুরে উন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইমরুলের অনুপস্থিতিতে ঢাকা টেস্ট দিয়েই অভিষেকের অপেক্ষায় টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক। এদিকে সাইডস্ট্রেনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টেস্টেও মাঠের বাইরে থাকছেন তামিম ইকবাল।
এর আগে চট্টগ্রাম টেস্টে কাঁধে ও গোড়ালিতে চোট পাওয়ায় ছিটকে যান ইমরুল।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষিত হয়।
আগামি ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টে ৬৪ রানের জয়ে সিরিজের ১-০ তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।
টাইগার ১৩ সদস্যের দল: সাকিব আল হাসান,মুমিনুল হক, সৌম্য সরকার,সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ।
সূত্র : বাংলানিউজ২৪