মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

এসএ গেমসে স্বর্ণ পদক জিতলেন আল আমিন, মারজান ও অন্তরা

ক্রীড়া ডেস্ক : এসএ গেমসে কারাতে ইভেন্ট থেকে বাংলাদেশের হয়ে তিনটি স্বর্ন পদক জয় করেছেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। নেপালের ললিতপুরের কারাতে একাডেমিতে ত্রয়োদশ এসএ গেমসে আজ তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টগুলো। পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেনীর কুমিত বিভাগের ফাইনালে পাকিস্তানি প্রতিপক্ষ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে দিনের প্রথম স্বর্নপদকটি এনে দেন আল আমিন।

আল আমিনের পর দেশের হয়ে দিনের দ্বিতীয় স্বর্ন পদক জয় করেন মারজান আক্তার প্রিয়া। মহিলাদের ৫৫ কেজি ওজন শ্রেনীর কুমিত কারাতে ইভেন্টের ফাইনালে তিনি ৪-৩ পয়েন্টে পরাজিত করেন পাকিস্তানের কাউসার সানাকে। এর আগে সেমি-ফাইনালে স্বাগতিক নেপালের মানিষ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

দিনের শেষ দিকে হুমাইরা আক্তার অন্তরা মহিলা কারাতের ৬১ কেজি ওজন শ্রেনীর কুমিত ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। আসরে এটি তার দ্বিতীয় স্বর্ন পদক। এর আগে গতকাল বাংলাদেশের হয়ে নিজের প্রথম স্বর্ণ পদকটি জয়ে করেছেন বাংলাদেশের এই কৃতি কারাতেকার। এ দিন বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করেন দিপু চাকমা। রাঙ্গামাটির এই কৃতি অ্যাথলেট তায়কান্দো পুমস এর ২৯ বছর উর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয় করেছিলেন।

এ দিকে পুরুষদের হাই জাম্পে ২.১৬ মিটার উচ্চতা অতিক্রম করে ভারতের চেতন বালাসুবের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশ দলের অ্যাথলেট মাহফুজুর রহমান। এটি ছিল তার নতুন জাতীয় রেকর্ডও। এর আগে বাংলাদেশের জাতীয় রেকর্ড ছিল ২.১৫ মিটার। ওই ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন ভারতের সাবেশ অনিল।

একই দিন উশু থেকে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন মোহাম্মদ ওমর ফারুক। তিনি ৯.৩৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদকটি জয় করেন। এই ইভেন্টে ৯.৪৮ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেছেন স্বাগতিক নেপালের বিজয় সিনজালি।

এছাড়া উশুর মহিলা ক্যাটাগরিতে ৭.৫৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকার সৌম্য প্রভাকরের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের নূর বাহার বেগম। এই ইভেন্টে নেপালের সুষ্মিতা তামাং স্বর্ণ ও শ্রীলংকার পিএইচজি ওয়াতসালা রৌপ্য পদক জয় করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com