শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচেও জয় পান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তবে এ ম্যাচে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক।

প্রথম ম্যাচে জয় পাওয়া দলটি অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। পক্ষান্তরে একটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাইরেন পাওয়েলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন চন্দরপল হেমরাজ।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাাভো, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে টমাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com