মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও রক ‘এন’ রোল ব্যান্ড ও কমেডি গ্রুপের সাবেক সদস্য কেন শিমুরা গতকাল রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাংলায় ডাবিং করা কেন শিমুরা অভিনীত ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে তিনি পরিচিত ‘কাইশ্যা’ নামে।
জ্বর ও নিউমোনিয়ার কারণে ৭০ বছর বয়সী কেন শিমুরাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে জাপান টাইমস।
তার উল্লেখযোগ্য টিভি শো এর মধ্যে রয়েছে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) ও ‘হেন্নে ওজিসান’ (আগন্তুক আংকেল)।