শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : ছিল দিন-রাতের ম্যাচ। দুই দফা সময় বদলে ম্যাচটি হয়ে গেল শুধুই দিনের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে ত্রুটির কারণে আবারও বদলে গেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টির সময়। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর সাড়ে ১২টায়।
মিরপুরের টি-টোয়েন্টি দুটির শুরুর সময় বিকেল ৫টা হলেও শিশিরের তীব্রতা বেশি বলে সিলেটের ম্যাচটি শুরুর সময় ছিল বিকেল ৪টা। শুক্রবার জানানো হয়, এগিয়ে আনা হয়েছে ম্যাচের সময়। মূলত ম্যাচের ভাগ্যে শিশিরের প্রভাব কমাতেই খেলা শুরুর নতুন সময় ঠিক করা হয়েছিল দুপুর ২টায়।
সেই সময় আরও দেড় ঘণ্টা এগিয়ে আনতে হলো ফ্লাডলাইট টাওয়ারে ত্রুটি খুঁজে পাওয়ায়। ম্যাচের আগে হয়তো ত্রুটি সারিয়ে ফেলা সম্ভব হতো, তবে কোনোরকম ঝুঁকির পথে হাঁটতে চায়নি বিসিবি।