শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে পরীক্ষামূলকভাবে একটি অ্যাপ চালু করেছে আইসিটি বিভাগ। বৃহস্পতিবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ নামের অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। পরীক্ষামূলক পর্যায়ে লিংক থেকে যে কোনও স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে। শুধু মোবাইল নম্বর দিয়ে করা যাবে রেজিস্ট্রেশন। তবে এক্ষেত্রে স্মার্ট ফোনের ব্লুটুথ সক্রিয় রাখতে হবে। থাকতে হবে ইন্টারনেট সংযোগ।
সংশ্লিষ্টরা জানান, করোনা আক্রান্ত ব্যক্তির এক মিটারের কাছাকাছি অবস্থান করলেই সতর্ক সংকেত দেবে এই অ্যাপটি। আইসিটি বিভাগের উদ্যোগে অ্যাপটি তৈরিতে কাজ করেছে স্বাস্থ্য অধিদফতর, এটুআই (a2i), আইইডিসিআর এবং এসডিএমজিএ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই অ্যাপটি করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তা করবে। সবাই অ্যাপটি ইনস্টল করে সচেতনভাবে ব্যবহার করবেন বলে আশা করছি।
অ্যাপটি কীভাবে বা কোনও তথ্যের ভিত্তিতে করোনা আক্রান্তদের শনাক্ত করছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।