বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক মহিষ ব্যবসায়ীকে মারধর করে অর্থকড়ি লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার রাতে উপজেলার উবাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে উবাহাটা গ্রামের মৃত আঃ ছোবাহানের ছেলে মহিষ ব্যবসায়ী নানু মিয়াকে গতিরোধ করে একই গ্রামের আরজু মিয়ার ছেলে সাইফুল মিয়া, মুক্তার হোসেনের ছেলে তাজুল ইসলাম, মৃত আঃ বারিকের ছেলে রশিদ মিয়াসহ একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তদের হামলায় নানু মিয়া ও মৃত আতর আলীর ছেলে ইউনুস মিয়া গুরুতর আহত হয়। এসময় দুর্বৃত্তরা আহত নানু মিয়ার কাছ থেকে ৮৫ হাজার টাকা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার দুপুরে নানু মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।