মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যকরী কমিটি গঠন

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবদুল কুদ্দুসকে সভাপতি ও আওরঙ্গজেব খান রুবেলকে পূনঃরায় সাধারণ সম্পাদক করে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি পুনঃগঠন করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পূর্বের কমিটির বিদায় ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দের বরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম সাইফুল আলম উপস্থিত ছিলেন।

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসানের স্বাক্ষরিত পত্রে ৩০ জুলাই ২০২০ থেকে আগামী ৩ বছরের জন্য এ কমিটি উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিসহ দুর্নীতি প্রতিরোধে দুদুক’র সহযোগি হিসেবে কাজ করবে।

নবগঠিত কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি সৈয়দ ওমর আহমেদ (সদ্য প্রয়াত), সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন ভূঁঞা পেয়ার, সদস্য আসলাম মিয়া, তাহমিনা মজুমদার, অভিজিৎ সাহা, সুজল সাহা, তাজনাহার আক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com