মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো

তরফ স্পোর্টস ডেস্ক : সাজানো মঞ্চে শুরুতেই গোল খেয়ে বসে আতলেতিকো মাদ্রিদ! তবে পথ হারায়নি শিরোপা স্বপ্নে বিভোর দলটি। ঘুরে দাঁড়িয়ে রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে লা লিগার মুকুট পরল দিয়েগো সিমেওনের দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার শেষ রাউন্ডে ২-১ গোলে জিতে সাত বছর পর লিগে চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো। প্রতিযোগিতার ইতিহাসে এটা তাদের একাদশ শিরোপা।

ম্যাচের অষ্টাদশ মিনিটে অস্কার প্লানোর গোলে পিছিয়ে পড়ে আতলেতিকো। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা দলটি সমতায় ফেরে ৫৭তম মিনিটে, আনহেল কোররেয়ার গোলে।

১০ মিনিট পর পার্থক্য গড়ে দেন লুইস সুয়ারেস। মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে আতলেতিকোয় যোগ দেওয়া উরুগুয়ের এই স্ট্রাইকারের আসরে এটি ২১তম গোল।

আগের রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে আতলেতিকোর সঙ্গে ছিল রিয়াল ও বার্সেলোনা। গত রোববার সেল্তা ভিগোর বিপক্ষে হারা রোনাল্ড কুমানের দলের সম্ভাবনা ওখানেই শেষ হয়ে যায়। শেষ রাউন্ডে শিরোপা লড়াইটা দাঁড়ায় মাদ্রিদের দুই দলের মধ্যে।

শিরোপা-ভাগ্য অবশ্য বরাবরই ছিল আতলেতিকোর হাতে। শেষ রাউন্ডেও ২ পয়েন্টে এগিয়ে থেকে খেলতে নামে তারা। মুখোমুখি লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পিছিয়ে থাকায় ছোট্ট ভুলে সব হারানো শঙ্কাও ছিল তাদের। স্নায়ুচাপ ধরে রেখে দারুণ জয়েই মুকুট মাথায় তুলেছে দলটি।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল সিমেওনের দল। সেবারও শেষ রাউন্ডে বার্সেলোনার মাঠে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ১-১ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল তারা।

২০২০-২১ মৌসুমের শুরুটা অসাধারণ করেছিল আতলেতিকো। গত ৩১ জানুয়ারি লিগের মাঝপথ পর্যন্ত ১৯ ম্যাচে ১৬টি জিতে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিল তারা। নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটি ম্যাচ কমও খেলেছিল সিমেওনের দল।

দুই শিরোপাপ্রত্যাশী রিয়াল ও বার্সেলোনার ধারাবাহিকতার অভাব এবং নিজেদের দারুণ ছুটে চলায় আতলেতিকোর আগেভাগে শিরোপা জয়ের সম্ভাবনা জেগেছিল। কিন্তু এরপর নাটকীয় রূপ নেয় লা লিগা; পথ হারায় আতলেতিকো, ঘুরে দাঁড়ায় জিনেদিন জিদান ও রোনাল্ড কুমানের দল।

তবে সঠিক সময়ে কক্ষপথে ফিরে চ্যাম্পিয়নের আসনে বসল সিমেওনের শিষ্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com