শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ফিফটিতে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি গড়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে স্বাগতিকরা।
রান হতে পারতো আরও বেশি। কিন্তু ডেথ ওভারে লঙ্কানদের দারুণ বোলিং আর বাংলাদেশের বাজে ব্যাটিং মিলিয়ে অন্তত ২০ রান কম হয়েছে। শেষ ১০ ওভারে বাংলাদেশ যোগ করতে পেরেছে কেবল ৬৪।
ফিনিশারের ভূমিকায় নেমে তিন চারে ২২ বলে ২৭ রান করেন আফিফ হোসেন। দুই চারে ৯ রান করেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
অনিয়মিত অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। ২৩তম ওভারে পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ডেথ ওভারে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে নেন মাহমুদউল্লাহর উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৬ (তামিম ৫২, লিটন ০, সাকিব ১৫, মুশফিক ৮৪, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৫৪, আফিফ ২৭*, সাইফ ১৩*; উদানা ১০-১-৬৪-০, চামিরা ৮-০-৩৯-১, ধনাঞ্জয়া ১০-২-৪৫-৩, গুনাথিলাকা ২-০-৫-১, হাসারাঙ্গা ১০-০৪-৪৮-০, সান্দাক্যান ১০-০-৫৫-১)