সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

সিলেট সিক্সার্সের নেতৃত্বে সোহেল তানভীর

ক্রীড়া ডেস্ক : ডেভিড ওয়ার্নারকে চুক্তিবদ্ধ করেই তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। কিন্তু মাত্র ৭ ম্যাচ খেলে কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যান ওয়ার্নার।

সিলেটপর্ব শেষ করে মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকায় অনুশীলন করে সিলেট দল। সেখানেই ঘোষণা হয় নতুন অধিনায়ক। নতুন দায়িত্ব উঠেছে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরের কাঁধে। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেটের নতুন অধিনায়ক সোহেল।

বলেন, ‘আমি এমন দায়িত্ব আগেও পালন করেছি। পাকিস্তানের স্থানীয় দলের জন্য, কানাডা লিগের দলেও করেছি। তাই অধিনায়কত্ব আমার কাছে নতুন নয়। তবে আমার অভিজ্ঞতায় ভরসা রাখার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই ম্যানেজমেন্টকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদিও আমরা ভালো অবস্থানে নেই কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের উজ্জীবিত করতে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কে জানে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হলেও মিস করবেন ওয়ার্নারকে। সোহেল তানভীর বলেন, ‘ওয়ার্নারকে অবশ্যই মিস করব। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়। তিনি একজন দুর্দান্ত অধিনায়ক। তিনি মাঠের বাইরেও দারুণ উদ্যমী।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com