শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : অপরাজিত সেঞ্চুরিতে জিম্বাবুয়ের হয়ে লড়াই করলেন ব্রেন্ডন টেইলর। অন্যদের কাছ থেকে পেলেন না খুব একটা সহায়তা। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের নৈপুণ্যে পঞ্চম ও শেষ দিন দুই সেশনে কাজ সেরে ফেলল বাংলাদেশ। ২১৮ রানের জয়ে সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা।
বাংলাদেশের ২১৮ রানের জয়
আট ম্যাচ পর টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছে দুই ম্যাচের সিরিজ।
৪৪৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে থামে ২২৪ রানে। এর আগে সিলেট টেস্ট স্বাগতিকরা হেরেছিল ১৫১ রানে।
৩৮ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ উইকেট নেন ৯৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৪/৬ (ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে ২য় ইনিংস:(লক্ষ্য ৪৪৩) ৮৩.১ ওভারে ২২৪ (আগের দিন ৭৬/২)( টেইলর ১০৬*, উইলিয়ামস ১৩, রাজা ১২, মুর ১৩, চাকাভা ২, টিরিপানো ০, মাভুটা ০, জার্ভিস ১, চাটারা আহত অনুপস্থিত; মুস্তাফিজ ১০-২-১৯-১, তাইজুল ৩৭-৫-৯৩-২, খালেদ ১২-৪-৪৫-০, মিরাজ ১৮.১-৫-৩৮-৫, আরিফুল ৩-১-৭-০, মাহমুদউল্লাহ ১-০-১-০, মুমিনুল ২-০-১৭-০)।
ম্যাচ সেরা: মুশফিকুর রহিম
সিরিজ সেরা: তাইজুল ইসলাম
মিরাজের পাঁচে থামল জিম্বাবুয়ে
কাইল জার্ভিসকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার পঞ্চমবারের মতো নিলেন পাঁচ উইকেট।
মিরাজকে ছক্কায় উড়াতে চেয়েছিলেন জার্ভিস। টাইমিং করতে পারেননি। অনেক উপরে উঠে যাওয়া ক্যাচ মিডঅনে মুঠোয় নেন খালেদ আহমেদ।
২২৪ রানে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন সকালে বোলিংয়ের সময় চোট পাওয়া টেন্ডাই চাটারা দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামেননি। তাই ওই রানেই থামে সফরকারীদের ইনিংস।
১৬৭ বলে ১০ চারে ১০৬ রানে অপরাজিত থাকেন টেইলর। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান প্রথম ইনিংসে করেছিলেন ১১০ রান।
সূত্র : বিডিনিউজ২৪