শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মঙ্গলবার (২১ আগস্ট) এক মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি।
বিকাল ৪টায় জেলা সদরের আইকন কোচিং সেন্টারস্থ পুরাতন বাসস্ট্যান্ডের পাশে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সোনিয়া চৌধুরীর সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোঃ এনামুল হক।
উক্ত মতবিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে আগামী সেপ্টেম্বরে ঢাকার মহাসমাবেশকে বৃহৎ আকারে রূপদান করা এবং এই সমাবেশের মাধ্যমেই তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা।
জেলা কমিটির আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র মোঃ ইমতিয়াজ হোসেন। এ সময় সেখানে উপস্থিত অনেকেই ৩৫ এর আগামী কর্মসূচী নিয়ে আলোচনা করেন এবং সফল কর্মসূচী পালনের জন্য নানা রকম কৌশল ও মতামত তুলে ধরেন।
এছাড়া তাদের আমন্ত্রণে জেলা সদরের বেশ কয়েকটি বিসিএস’র কোচিং সেন্টারের কিছু ছাত্রছাত্রীও সেখানে উপস্থিত হয়েছিলেন।
সভায় সকলের সিদ্ধান্তক্রমে জানানো হয়, দ্রুতই টাঙ্গাইলে একটা অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এভাবে সারাদেশের বিভিন্ন জেলা ও বিভাগে পর্যায়ক্রমে ও কম সময়ের মধ্যেই বয়স বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো নানা রকম কর্মসূচী পালন করবে এবং সবশেষে সকল জেলা ও বিভাগের বয়স প্রত্যাশীদের অংশগ্রহণে রাজধানী ঢাকায় তাদের মহাসমাবেশ পালন করবে।
উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব জুবায়ের হোসেন এবং জমির হোসেন, তাজুল ইসলাম, তারেক, তুষার, রেমা, তোফায়েল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল বিকাল ৫ টার সময় ঢাকার যাত্রাবাড়ীতেও এমন আরও একটি মত বিনিময় সভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখপাত্র মোঃ ইমতিয়াজ হোসেন।