বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

সংযুক্ত আরব আমিরাত শারজায় শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাবনা কান্দি গ্রামের প্রবীন মুরুগবী মরহুম শফর আলীর  অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শারজার বাংঙ্গালী বাজার নুর আজ্জামান হোটেলে আব্দুল হামিদ ও বচন মিয়া তালুকদার এর উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদির। মোহাম্মদ আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন বাহুবল ঐক্য সংস্থার আহ্বায়ক জনাব এনামুল হক, বাহুবল ঐক্য সংস্থার সাবেক সভাপতি আব্দুল আজিজ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সিজিল, ৫নং লামাতাশী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম, সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, বাহুবল ঐক্য ফোরামে মোহাম্মদ লুতফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ তৌফিক মিয়া, ফারুক মিয়া, মোহাম্মদ জাবেদ আলী, রুহুল আমিন, আব্দুল মান্নান, আশিক মিয়া, আলি আমজাদ, নজরুল ইসলাম রুহেল, মাসুম আহমেদ, আব্দাল মিয়া, সুহেল মিয়া।

কোরআন খতম ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।

শোকসভায় বক্তরা বলেন, মরহুম সফর আলীর মৃত্যুতে এলাকাবাসী হারাল একজন গুণি ব্যক্তিকে। তিনি অত্র অঞ্চলের একজন শালিস ব্যক্তিত্ব ছিলেন। তিনি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুম শফর আলীকে জান্নাতের সর্ব্বোচ্চ স্থানে অধিষ্টিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com